groom action gone viral

নববধূর সিঁথি না রাঙিয়ে নিজেই পরতে গেলেন সিঁদুর, বরের কাণ্ডে হেসে কুটিপাটি বিবাহবাসর

নববধূকে সিঁদুর না পরিয়ে নিজের মাথার চুল সরিয়ে তা পরে ফেলতে যাচ্ছিলেন বর। আর তাতে হাসির ধুম পড়ে যায় গোটা বিবাহবাসরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১২:৪৯
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

সাজানো বিয়ের মণ্ডপ, পাশে বসে বিয়ের সাজে সেজে নববধূ। চলছে বিয়ের নানা আচার-অনুষ্ঠান। বিয়ের উত্তেজনা সামলাতে না পেরে নববধূকে সিঁদুর না পরিয়ে নিজের চুল সরিয়ে তা পরে ফেলতে যাচ্ছিলেন বর। আর তাতে হাসির ধুম পড়ে যায় গোটা বিবাহবাসরে। এমনকি অবাক হয়ে হেসে ওঠেন নবপরিনীতাও। বিয়েতে আমন্ত্রিত এক অতিথির ক্যামেরাবন্দি হওয়া ২০২১ সালের ভিডিয়োটি সম্প্রতি আরও এক বার ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

‘কমে়ডি নেশন’ নামে ইনস্টাগ্রামের একটি পেজ থেকে ভিডিয়োটি আবার পোস্ট করার পর তাতে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিয়ে নিয়ে সব পাত্র-পাত্রীর জীবনে এমন সব অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা দম্পতি-সহ উপস্থিত সকলের মনে একটি স্থায়ী ছাপ ফেলে দেয়। এই ঘটনাটিও তেমনই বলে মনে করেছেন অনেকে। ভিডিয়োটি সমাজমাধ্যমে হাসির রোল তুলেছে। নানা মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক জন মন্তব্য করেছেন ‘দেশের ভবিষ্যৎ সঙ্কটে’। আরও এক জন একটি হিন্দি গানের লাইন অনুকরণ করে মজার টিপ্পনী কেটেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement