Viral

দুরন্ত ঘূর্ণির পাকে বনবনিয়ে ঘুরছে সব, থামাতে পারে শুধু একটি বোতাম! কোথায় সেটি?

ছবিতে কম্পিউটার জগতের নানা বিষয়কে এক জায়গায় জড়ো করে ঘেঁটে দেওয়া হয়েছে। জড়িয়ে -পাকিয়ে যাওয়া সেই জটের ভিতর থেকেই উদ্ধার করতে হবে এই জট খোলার চাবিকাঠিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ২৩:৫৪
Share:
computer

এই ছবির খেলায় খুঁজে বার করতে হবে শুধু একটিই জিনিস। ছবি: সংগৃহীত।

এই ছবির খেলায় খুঁজে বার করতে হবে শুধু একটিই জিনিস। তবে সেটি আকারে খুব ছোট। তাই তাকে খুঁজে বার করাই হল এই খেলার চ্যালেঞ্জ।

Advertisement

ছবিতে কম্পিউটার জগতের নানা বিষয়কে এক জায়গায় জড়ো করে ঘেঁটে দেওয়া হয়েছে। জড়িয়ে -পাকিয়ে যাওয়া সেই জটের ভিতর থেকেই উদ্ধার করতে হবে এই জট খোলার চাবিকাঠিকে।

এখনও বোঝা যায়নি নিশ্চয়ই খুঁজতে বলা হচ্ছে! খুঁজতে হবে একটি বোতাম। যে কম্পিউটারের জগৎ নিয়ে জট পাকানো শুরু সেই কম্পিউটারকে বন্ধ করতে পারলেই জট খুলবে। আপনাকে তাই খুঁজে বার করতে হবে কম্পিউটার বন্ধ করার বোতামটিকে।

Advertisement

কোথায় লুকিয়ে আছে সেই বোতাম, তা এখনও খুঁজে না পেলে নীচে দেখে নিন সমাধান।

computer

রইল সমাধান। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement