Funny Video of Dogs

‘মালিক’ ঘরে না থাকলে কুকুরেরা কী করে? গোপন ক্যামেরার ভিডিয়ো দেখে হেসে খুন পশুপ্রেমীরা

এই ধরনের ক্যামেরার সঙ্গে থাকে একটি অডিও ডিভাইস। গোটা বিষয়টিকে বলা হয়, ‘পাপি ক্যাম’। সেখান থেকেই ওই কণ্ঠস্ব প্রশ্ন করে, ‘‘তুমি কী করছ?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৮
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

ফাঁকা ঘরে একা কুকুরেরা কী করে? পোষ্যের উপর নজর রাখার জন্য ঘরে গোপন ক্যামেরা লাগিয়েছিলেন এক মহিলা। সেই ক্যামেরায় ধরা পড়ল কিছু অদ্ভুত মুহূর্ত। যা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের দুনিয়ায়।

Advertisement

ভিডিয়োর কুকুরটি একটি গোল্ডেন রিট্রিভার। ফাঁকা ঘরে কোথা থেকে একখানা কাপড় জোগাড় করে নাকের সামনে চাকার মতো বনবন করে ঘুরিয়ে খেলা করছিল সে। আচমকাই ওই গোপন ক্যামেরা থেকে ভেসে আসে তার মালিকের কণ্ঠস্বর। যা শুনে চমকে যায় সে।

এই ধরনের ক্যামেরার সঙ্গে থাকে একটি অডিও ডিভাইস। গোটা বিষয়টিকে বলা হয়, ‘পাপি ক্যাম’। সেখান থেকেই ওই কণ্ঠস্ব প্রশ্ন করে, ‘‘তুমি কী করছ?’’ জবাবে রিট্রিভারের মুখটা ছিল দেখার মতো। সে বেশ কিছু ক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর ধীর পায়ে এগিয়ে এসে ব্যাপারখানা বোঝার চেষ্টা করে। সেই সময়ে আরও একবার একই প্রশ্ন ভেসে আসে পাপি ক্যাম থেকে। শুনে খুবই অবাক হয়ে যায় সে। কণ্ঠস্বরের মালিককে খোঁজার চেষ্টা করতে থাকে। এর পরের ঘটনাটি আরও মজাদার লেগেছে নেটাগরিকদের।

Advertisement

কণ্ঠস্বর এর পর কুকুরটিকে বলে, ‘‘সিঁড়ি দিয়ে ওপরে চলে এসো’’। শোনা মাত্রই ঘর থেকে বেরিয়ে যায় সে। সিঁড়ির উপরে তার পায়ের আওয়াজও শোনা যায়। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে অবাক হয়ে প্রশ্ন করেছেন, ‘‘ও কী করে বুঝল যে ওকে ওপরে যেতে বলা হয়েছে!’’

অনেকে আবার ভিডিয়োটি দেখে মজা পেয়ে লিখেছেন, ‘‘কুকুর বলে কি ওর গোপনীয়তার অধিকার নেই! এ ভাবে ক্যামেরা লাগানো কি ঠিক?’’ কেউ বা লিখেছেন, ‘‘কেমন মজাসে খেলছিল ও, দিলেন তো সেটা নষ্ট করে!’’ আবার কেউ এ -ও লিখেছন যে, ‘‘ও ভাবছে, গলাটা তো মালিকের মতো, কিন্তু তিনি কোথায়?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement