বুক কাঁপানো সেই মুহূর্ত।
প্রকৃতি যেমন নয়নাভিরাম হতে পারে, তেমনই মূর্তিমান ভয় হয়ে সামনে এসে দাঁড়াতে পারে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেই ভয়ঙ্কর রুপের সাক্ষী থেকেছেন অনেকেই। তবে সম্প্রতি মিচিগান হ্রদে যা দেখা গেল, তাতে ভয় পাবেন না বিস্মিত হবেন ভেবে উঠতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে লেকের জলে এক অশরীরী সুনামি দেখলেন তাঁরা। যা বহু সাহসী মানুষেরও বুকে কাঁপুনি ধরাবে।
উত্তর আমেরিকার পাঁচটি বড় হ্রদের একটি হল মিচিগান। সেই বিশাল হ্রদের জলে এক বিকেলে আচমকাই দেখা গেল বিশালাকৃতি ঢেউ উঠতে। প্রথমটায় সেই দৃশ্য দেখে ফাঁকা হয়ে গিয়েছিল এলাকা। পরে আবহবিদরাই জানান, ঢেউ নয় এক বিশালাকৃতি মেঘ এগিয়ে আসছে লেকের জল বেয়ে। সেই অদ্ভুত দর্শন মেঘ যে ভাবে পাক খেতে খেতে এগিয়ে আসছিল পাড়ের দিকে। ঠিক যেমন ভাবে সমুদ্রে পাক খেতে আকারে বাড়ে ঢেউ।
দৈত্যাকার মেঘের একটি ভিডিয়ো সম্প্রতি ইন্টারনেটে প্রকাশ্যে এসেছিল। যা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি যাঁরা দেখেছেন তাঁরা প্রত্যেকেই এক কথায় মেনে নিয়েছেন, এমন আগে কখনও দেখেননি তাঁরা। প্রকৃতির এই রূপ যতটা ভয়ঙ্কর, ততটাই সুন্দর।