viral video

ওড়না পেঁচিয়ে খুন করার পর স্বামীর দেহ নিয়ে রাতভর প্রেমিকের বাইকে ঘুরেছিলেন রবিনা! ভিডিয়ো প্রকাশ্যে

খুন করার পর দেহ নিয়ে সুরেশ ও রবিনা রাতে বাইকে করে শহরে ঘুরে বেড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃতদেহ দু’জনের মাঝে বসিয়ে বাইক চালিয়ে নালায় ফেলতে গিয়েছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৪:১৮
Share:
media influencer and her lover riding with her husband’s remains

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম থেকে আলাপ, সেই থেকেই তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা। দিন যত গড়িয়েছে ততই সম্পর্ক গাঢ় হয়েছে দু’জনের। ইউটিউবার রবিনা ও তাঁর প্রেমিক সুরেশের মধ্যে সম্পর্ক ভাল চোখে দেখেননি রবিনার স্বামী প্রবীণ। সেই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত। গত ২৫ মার্চ হাতেনাতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন তিনি। সেই ঘটনার পর স্বামীর গলায় ওড়না জড়িয়ে খুন করেন রবিনা, এমনটাই অভিযোগ। খুন করার পর সুরেশের দেহ ফেলে দেন নালায়। মেরঠের ঘটনার ছায়া হরিয়ানার ভিওয়ানিতেও।

Advertisement

সুরেশকে ও়ড়না পেঁচিয়ে খুন করার পর দেহ নিয়ে সুরেশ ও রবিনা রাতে বাইকে করে শহরে ঘুরে বেড়িয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃতদেহ দু’জনের মাঝে বসিয়ে বাইক চালিয়ে নালায় ফেলতে গিয়েছিলেন তাঁরা। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২৬ মার্চ রাত সাড়ে ১২টার সময় বাইকে চেপে তিন জন যাচ্ছেন। বাইকটি যখন ফিরছে, তখন তাতে সওয়ার দু’জন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করে বলে জানা গিয়েছে। পুলিশি জেরার মুখে পড়ে রবিনা এবং সুরেশ দোষ স্বীকার করে।

প্রবীণের বাড়ি ভিওয়ানিতে। তাঁর এবং রবিনার ছয় বছরের এক পুত্রসন্তান রয়েছে। রবিনা ভিডিয়ো, রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করতেন। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বামী প্রবীণের অভিযোগ ছিল, পারিবারিক ভিডিয়ো তৈরি করতে গিয়ে পরিবার থেকেই দূরে সরে গিয়েছিলেন তিনি। সেই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণের সন্দেহ ছিল, সুরেশের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement