ছবি: সংগৃহীত।
বিনামূল্যে পাওয়া যাবে না সন্তানসুখ। সন্তানধারণের জন্য স্বামীকে দিতে হবে টাকা। দুবাইয়ের এক গৃহবধূ স্বামীকে সন্তান উপহার দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন ৩৩ কোটি টাকা। তাতে রাজিও হয়ে যান স্বামী। দুবাইয়ে বসবাসকারী ধনকুবেরের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী মালাইকা রাজা দ্বিতীয় বার মা হওয়ার জন্য ৩৩ কোটি টাকা দাবি করেছিলেন তাঁর স্বামীর কাছ থেকে। তিনি এই টাকা বিলাসবহুল জিনিসপত্রের জন্য খরচ করেছিলেন বলে সমাজমাধ্যম সূত্রে খবর। শুনতে অস্বাভাবিক হলেও তা সত্যি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি সেই সমস্ত নামীদামি ব্র্যান্ড ও অলঙ্কারের ভিডিয়ো নিয়মিত পোস্টও করে থাকেন মালাইকা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
মালাইকা জানান তিনি তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের আগে একটি শর্ত রেখেছিলেন স্বামীর কাছে। সন্তান জন্মের আগে তিনি স্বামীকে স্পষ্ট ভাবে তাঁর শর্তের কথা জানাতেই রাজিও হয়ে যান তিনি। দুই সন্তানের মা মালাইকা সমাজমাধ্যমে খোলাখুলি ভাবে স্বীকার করেছেন, তিনি টাকার জন্য বিয়ে করেছিলেন এবং তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। ২০১৭ সালে তিনি এই ধনকুবেরকে বিয়ে করেছিলেন। তিনি নিজের এবং তার সন্তানের জন্য কেনাকাটা করতে ৩৩ কোটি টাকা খরচ করেছেন। সন্তানের জন্ম দিয়ে তিনি একটি গোলাপি রঙের জি-ওয়াগন গাড়ি কিনেছেন। সেই গাড়ি করে তিনি তাঁর মেয়ের সঙ্গে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছেন। এ ছাড়াও ১৫ কোটি টাকার একটি বাড়ি কিনেছেন। তিনি ৮৬ লক্ষ টাকার আটটি ব্যাগ, ৭০ লক্ষ টাকার গয়না এবং তাঁর মেয়ের জন্য পোশাক কিনেছেন বলে জানান মালাইকা।