ছবি : টুইটার।
ভাল কাজের ফল মিঠে। কুকর্মের ফল কড়া। তবে ফল যেমনই হোক, তাকে কোনওভাবেই এড়ানো যায় না। এ সংক্রান্ত প্রবাদ হল, যার যেমন কাজ, তার ফল তাকে ভোগ করেই যেতে হয়। পথচারীদের হেনস্তাকারী দুই বাইকারোহীও তাঁদের কর্মফল পেলেন। তবে সেই ফল এত দ্রুত পেলেন, যে তা দেখে একটু অবাকই হয়েছেন সকলে।
একটি ভাইরাল ভিডিয়োয় প্রকাশ্যে এসেছে ঘটনাটি। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তায় বাইক চালিয়ে যেতে যেতে হঠাৎই এক পথচারীর মাথায় সজোরে চাঁটি মারছেন বাইকারোহী। ঠিক তার পরমুহূর্তেই টাল সামলাতে না পেরে দুরন্ত গতিতে ছুটে চলা বাইকটি ছিটকে পড়ছে মাটিতে। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে এই ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার কারণ খুঁজে এক পক্ষ জানিয়েছে, এ আসলে নিউটনের তৃতীয় সূত্রের বাস্তবরূপ। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কিন্তু নেটাগরিকদের অন্যপক্ষ বেজায় খুশি হয়েছেন হাতেনাতে ওই দুই বাইকারোহী তাঁদের কর্মফল পাওয়ায়। তাঁদের মত, নিউটন যা-ই বলুন এ আসলে ওপরওয়ালার মার। যা পথচারীকে মারের বদলা হিসাবে ওই দুই বাইকারোহীকে দিয়েছেন তিনি।