কুড়াল নিয়ে চড়াও হওয়ার সেই দৃশ্য়। ছবি: এক্স (সাবেক টুইটার)।
ব্যক্তিগত শত্রুতার জের! হনুমান জয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন কুড়ুল দিয়ে এক ব্যক্তির মাথায় কোপ মারলেন অন্য জন। কুড়ুলের আঘাতে ঘটনাস্থলেই জ্ঞান হারালেন ওই ব্যক্তি। তাঁর মাথা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসতেও দেখা যায়। মঙ্গলবার রাতে রাজস্থানের বুন্দিতে ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েক জন পুরুষ একটি মঞ্চের উপর গোল করে বসে আছেন। মাঝখানে নাচছেন এক জন মহিলা। এমন সময় হঠাৎই পর্দার আড়াল থেকে কুড়ুল হাতে বেরিয়ে আসেন সাদা জামা পরা অভিযুক্ত। মঞ্চে বসে থাকা এক জনের মাথায় কুড়ুল নিয়ে সজোরে আঘাত করতে দেখা যায় তাঁকে। মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এলাকা ছেড়ে পালিয়ে যান হামলাকারী। এর পরেই চারদিকে হইচই পড়ে যায়। লোকজন আতঙ্কে দৌড়তে শুরু করেন। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কোটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর নাম তেজমল গুর্জর। আহতের ভাই রঞ্জিত মিনার দাবি, ‘ব্যক্তিগত শত্রুতা’র জেরেই তাঁর দাদার উপর হামলা চালিয়েছেন তেজমল। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করতেও পুলিশ খোঁজ চালাচ্ছে।