uttar pradesh

গাড়ি থেকে নেমে টোল প্লাজ়া কর্মীকে পর পর চড় তরুণীর! ভিডিয়ো দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে

বুথের জানলার বাইরে দাঁড়িয়ে থাকা কয়েক জন যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল টোল প্লাজ়া কর্মীর। হঠাৎ করেই বুথে ঢুকে পড়েন হলুদ সালোয়ার-কামিজ পরা তরুণী। তিনি কর্মীর উপর চড়াও হয়ে মারধর শুরু করে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১২:৪২
Share:
woman manhandled a toll plaza worker

ছবি: সংগৃহীত।

গাড়ির ফাস্ট ট্যাগ নিয়ে তর্কাতর্কি। সেই ঝামেলার জেরে টোল প্লাজ়ার এক কর্মীকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাত বার চড় মারলেন এক তরুণী। সংবাদমাধ্যমে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরের একটি টোল প্লাজ়ায়। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে এক তরুণী টোল প্লাজ়ায় ঢুকে কর্মীর জামার কলার ধরে তাঁকে মারধর শুরু করলেন। টোল বুথের সামনে চেয়ারে বসেছিলেন কর্মী। বুথের জানলার বাইরে দাঁড়িয়ে থাকা কয়েক জন যুবকের সঙ্গে কথা কাটাকাটি চলছিল তাঁর। হঠাৎ করেই সেই বুথে ঢুকে পড়লেন হলুদ সালোয়ার-কামিজ পরা তরুণী। তিনি কর্মীর উপর চড়াও হয়ে মারধর শুরু করে দিলেন। প্রতিবেদন অনুযায়ী, টোল প্লাজ়ার কর্মী তরুণীকে জানিয়েছিলেন যে তাঁর গাড়ির ফাস্ট ট্যাগে পর্যাপ্ত টাকা নেই। বিষয়টি সমাধান করার পরিবর্তে, তরুণী মেজাজ হারিয়ে ফেলেন ও বুথে ঢুকে মারধর শুরু করেন। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তরুণী বুথে ঢুকেই প্রথমে কর্মীর ঘাড় ধরেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে একাধিক বার চড় ও ঘুষি মারেন।

‘এনসিএমইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে বিতর্কের ঝড় উঠছে। সামান্য কারণে টোলবুথের কর্মীকে এ ভাবে মারধর করা ও তরুণীর আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকেই। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘পুরুষেরা কেন প্রতিশোধ নেয় না?’’ অন্য এক জন প্রশ্ন তুলেছেন, ‘‘এই তরুণী যদি ভুল করে থাকেন, তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না।’’ হাপুর পুলিশ একটি বিবৃতি জারি করে জানিয়েছে ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement