viral video

মাথার বদলে খুলি, জ্বলন্ত জ্যাকেট পরে বাইক চালিয়ে স্টান্ট! দেখা মিলল বাস্তবের ‘ঘোস্ট রাইডারের’

এক ব্যক্তি খুলির মতো হেলমেট মাথায় চাপিয়ে ঘোস্ট রাইডারের মতো পোশাক পরে বাইক চালিয়ে যাচ্ছেন। অন্য এক পথচারীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ০৭:৩১
Share:
a real-life Ghost Rider

ছবি: সংগৃহীত।

জ্বলন্ত খুলি, জ্বলন্ত চোখ, পেশিবহুল শরীর, কাঁধে কাঁটাযুক্ত কালো চামড়ার জ্যাকেট এবং কাঁটা দেওয়া বুট। সারা শরীরে জ্বলছে আগুন। ওই অবস্থায় বাইক চালিয়ে যাচ্ছে ‘ঘোস্ট রাইডার’। আমেরিকান সুপারহিরো ‘ঘোস্ট রাইডার’ মার্ভেল ইউনিভার্স কমিকের অন্যতম আইকনিক এবং আকর্ষণীয় চরিত্র। সেই কল্পনার চরিত্রের দেখা মিলল বাস্তবে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তিকে, যিনি ঘোস্ট রাইডারের পোশাক পরে বাইক চালাচ্ছেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমের নজর কাড়তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি খুলির মতো হেলমেট মাথায় চাপিয়ে ঘোস্ট রাইডারের মতো পোশাক পরে বাইক চালিয়ে যাচ্ছেন। অন্য এক পথচারীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। ‘ড্যাম দ্যাট ইন্টারেস্টিং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ভিডিয়োটি কোথায় ও কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। ভাইরাল ভিডিয়োর সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় দেখা ব্যক্তি অবিকল ঘোস্ট রাইডারের মতো পোশাক পরেছেন। এমনকি তাঁর পিঠে ও হাতে জ্বলছে আগুন। কালো চামড়ার জ্যাকেটের হাতায় রয়েছে বড় বড় কাঁটা এবং তাঁর বাইকটির সঙ্গে চরিত্রের বেশ মিল।

সমাজমাধ্যমে এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন অনেকেই। জ্বলন্ত অবস্থায় বাইক চালানোর ঘটনাকে একই সঙ্গে ভীতিপ্রদ ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী। কয়েক হাজার সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটি দেখে তাতে লাইক দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement