viral video

বাইকে বসা মহিলাকে শিং দিয়ে গুঁতিয়ে মাটিতে ফেলে আক্রমণ খ্যাপা ষাঁড়ের! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

বাইকে করে যাচ্ছিলেন স্বামী ও স্ত্রী। বাইকটি দেখেই দাঁড়িয়ে থাকা ষাঁড়টি হিংস্র ভাবে আক্রমণ করে বাইকটিকে। ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে প্রাণীটির মূল লক্ষ্য ছিল বাইকের পিছনে বসে থাকা মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৮:০১
Share:
an intense bull attack on bike rider

ছবি: সংগৃহীত।

রাস্তার এক ধার দিয়েই বাইক চালিয়ে আসছিলেন এক দম্পতি। সেখানেই চুপচাপ দাঁড়িয়ে ছিল একটি ষাঁড়। বাইক দেখেই হঠাৎ করে খেপে ওঠে ষাঁড়টি। আচমকাই বাইকের দিকে ধেয়ে যায় প্রাণীটি। বাইক-আরোহী পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও কোনও ফল হয়নি। বাইকের পিছনে বসা মহিলাকে শিং দিয়ে গুঁতো মেরে ফেলে দেয় ষাঁড়টি। চলে ক্রমাগত আক্রমণ। বাধা দিয়ে কোনও লাভ হয়নি। সর্বশক্তি দিয়ে আঘাত করে প্রাণীটি। শিউরে ওঠার মতো ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাইকে করে যাচ্ছিলেন স্বামী ও স্ত্রী। বাইকটি দেখেই দাঁড়িয়ে থাকা ষাঁড়টি হিংস্র ভাবে আক্রমণ করে বাইকটিকে। ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে প্রাণীটির মূল লক্ষ্য ছিল বাইকের পিছনে বসে থাকা মহিলা। তাঁকে বার বার আক্রমণ করে ষাঁড়। আচমকা আক্রমণে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা । তাঁকে পা দিয়ে লাথি মেরে শিং দিয়ে গুঁতিয়ে প্রাণঘাতী হামলা চালায় ষাঁড়টি। বাইকচালক ব্যক্তিকে ষাঁড়টিকে তাড়াতে চেষ্টা করতে দেখা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে কয়েক জন স্থানীয় বাসিন্দার হস্তক্ষেপের কারণেই মহিলা বেঁচে গিয়েছেন। মহিলার স্বামী ষাঁড়টিকে পাল্টা আঘাত করার চেষ্টা করেন। তাতেও পিছু হটেনি সেটি। মহিলাকে যথেচ্ছ ভাবে আক্রমণ করে যায়।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে মহিলাকে আঘাত করে যুদ্ধের আকাঙ্ক্ষা মেটেনি এটির। আরও এক ব্যক্তিকে আক্রমণ করে ষাঁড়টি। মহিলাকে উদ্ধার করার পরেও ষাঁড়টি কাছের অন্য এক ব্যক্তি উপর আক্রমণ করে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি শচীন গুপ্ত নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। স্থানীয়েরা অভিযোগ করেছেন যে ষাঁড় সম্পর্কিত ঘটনাগুলি দিনে দিনে বেড়ে গিয়েছে। রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে উঠছে। বার বার বলা সত্ত্বেও প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলেই অভিযোগ তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement