uttar pradesh

মন্দিরে ঢুকে পুজোর ভান, ‘শেষনাগ’ ঝোলায় ভরে চম্পট দিল চোরবাবাজি! ভিডিয়োয় ধরা পড়ল চুরি

উত্তরপ্রদেশের মির্জ়াপুরের একটি শিবমন্দিরে ধূপকাঠি জ্বালানোর ভান করতে করতে শিবলিঙ্গের মাথা থেকে শেষনাগের ধাতুর মূর্তি তুলে পালাল চোর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৯:৩৬
Share:
man was seen stealing a Shesh Nag idol

ছবি: সংগৃহীত।

মন্দিরে ঢুকে পুজো করার ভান করে শিবলিঙ্গের মাথা থেকে শেষনাগের মূর্তির চুরি করলেন এক তরুণ। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। উত্তরপ্রদেশের মির্জ়াপুরের একটি শিবমন্দিরে ধূপকাঠি জ্বালানোর ভান করতে করতে শিবলিঙ্গের মাথা থেকে শেষনাগের ধাতুর মূর্তি তুলে পালাল চোর। ঘটনাটি ঘটেছে কাটরার অন্তর্গত গণেশগঞ্জ এলাকার শ্রী সিদ্ধেশ্বরনাথ মহাদেব মন্দিরে। সিসিটিভি ফুটেজটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা সকলের নজরে পড়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

১৯ এপ্রিল পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ধূপকাঠি জ্বালানোর অছিলায় এক তরুণ শিবলিঙ্গের সামনে এসে বসলেন। এ দিক-ও দিক তাকিয়ে ধীরে ধীরে তিনি হাত বাড়িয়ে দিলেন শিবলিঙ্গের দিকে। ফুল-বেলপাতায় ঢাকা মূর্তির মাথায় ছিল একটি ধাতুর তৈরি মূল্যবান সাপের মূর্তি। মন্দির ফাঁকা থাকার সুযোগে শিবের মূর্তির মাথা থেকে সেটি খুলে নিয়ে সামনে রাখা ব্যাগে ভরে নিল চোর। তার পর এক হাতে একগোছা ধূপের প্যাকেট ও অন্য হাতে ব্যাগটি নিয়ে ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে গেল চোর। ভিডিয়ো দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। ভিডিয়োটি ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে।

এর আগেও উত্তরপ্রদেশের এক মন্দিরে চুরির ঘটনা ক্যামেরায় ধরা পড়েছিল। ভক্তিভরে প্রণাম ঠুকে শিবলিঙ্গের গলা থেকে রুপোর অলঙ্কার খুলে নিয়ে চলে গিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ভিডিয়ো ভাইরাল হয়েছিল সেই সময়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement