viral video

ট্রেনে আসন দখলের লড়াই! কামরার যাত্রীদের বাঁশপেটা স্টেশনে অপেক্ষারত যাত্রীদের, প্রকাশ্যে ভিডিয়ো

মাঘী পূর্ণিমা উপলক্ষে কুম্ভমেলায় যোগ দিতে স্টেশনে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রেনে জায়গা না পেয়ে এই কাণ্ড ঘটান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৪
Share:
A video captures chaos at a railway station as passengers fight over seats using bamboo sticks

ছবি: সংগৃহীত।

ট্রেনে তিলধারণের জায়গা নেই। কুম্ভে যাওয়ার প্রতিটি ট্রেনের আসন ভর্তি। তাই কখনও রেলের শৌচাগারে মধ্যে ঢুকে কুম্ভে যাচ্ছেন যাত্রীরা। আবার কোথাও জায়গা না পেয়ে ট্রেনে ভাঙচুর চালাচ্ছেন তাঁরা। সেই একই দৃশ্য দেখা গেল বিহারের একটি স্টেশনে। সেটি কোন স্টেশন তা সঠিক জানা যায়নি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বাঁশপেটা করছেন কয়েক জন ব্যক্তি। মাঘী পূর্ণিমা উপলক্ষে কুম্ভমেলায় যোগ দিতে স্টেশনে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। ট্রেনে জায়গা না পেয়ে এই কাণ্ড ঘটান তাঁরা।

Advertisement

‘তন্ময়’ নামের এক্স হ্যান্ডল থেকে ১২ ফেব্রুয়ারি সেই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য বিশৃঙ্খলা তৈরি করছেন। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে লম্বা বাঁশ দিয়ে বসে থাকা যাত্রীদের উপর আক্রমণ করছেন। বসে থাকা যাত্রীরা প্রতিরোধ করায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে এবং তীব্র লড়াই শুরু হয়। ভাইরাল ভিডিয়োটি ভারতীয় রেলের তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক্স সমাজমাধ্যমে অন্য একটি পোস্টে এর রেলওয়েসেবা হ্যান্ডল থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।”

ভাইরাল ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকেরা মন্তব্যবাক্সে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী রেলের ক্রমবর্ধমান অব্যবস্থার দিকে আঙুল তুলেছেন, আবার কেউ কেউ যাত্রীদের আচরণের সমালোচনা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement