Paris

আজীব দাস্তাঁ...! প্যারিসের অপেরার সামনে লতার গানের মূর্ছনা, গিটারে এক বিদেশি

টুইটারে ওই পোস্ট করেছেন এক পাকিস্তানি তরুণী। নাম মাহিরা ঘানি। নিজেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্রী বলে পরিচয় দিয়েছেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:৫৫
Share:

গিটার বাজিয়ে লতা মঙ্গেশকরের গান গাইছেন যুবক। ছবি সংগৃহীত।

প্যারিসের রাস্তায় এক বিদেশি যুবককে দেখা গেল গিটার বাজিয়ে লতা মঙ্গেশকরের গান গাইতে। তাঁর ভিডিয়ো দেখে এবং গানের সুরে মন কেমনে ভুগছেন নেটাগরিকেরা।

Advertisement

এক মেঘলা দিনে প্যারিসের ঐতিহাসিক প্লেস দেল অপেরা চত্বরে রেকর্ড করা হয়েছে ওই ভিডিয়ো। এলাকাটি প্যারিসের সাংস্কৃতিক পীঠস্থান বলা চলে। আবার প্যারিসের বহু নামি বাণিজ্যিক সংগঠনের দফতরও রয়েছে এই চত্বরে। তারই এক পাশে প্যারিসের বিখ্যাত অপেরা গার্নিয়ে। ভারতের সঙ্গীত শিল্পী লতার গাওয়া গান সেই অপেরা হাউসের সামনে দাঁড়িয়েই গাইছিলেন যুবক।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের এক তরুণী। মাহির ঘানি নামের ওই তরুণী টুইটারে নিজের পরিচয় দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্রী বলে। মাহিরা তাঁর পোস্টে লিখেছেন, “আমাকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় থাকি, পাকিস্তানে থাকি বলতেই উনি এই গান গাইতে শুরু করলেন।”

Advertisement

গানটি ষাটের দশকের শুরুর দিকের বলিউড ছবি ‘দিল আপনা প্রীত পরায়া’ ছবির গান। আজীব দাস্তাঁ হ্যায় ইয়ে...। মীনাকুমারি, রাজ কুমার, নাদিরা অভিনীত ছবিতে মীনাকুমারিকে কণ্ঠ দিয়েছিলেন লতা। সঙ্গীত পরিচালনা করেছিলেন শঙ্কর-জয়কিষণ। সেই সময়ে তো বটেই এখনও সমান জনপ্রিয় লতার গাওয়া এই গানটি। ভিডিয়োর বিদেশি যুবকের কণ্ঠে বিদেশি উচ্চারণেও যা শুনতে ভালই লেগেছে নেটাগরিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement