ছবি টুইটার।
পিঠে খাবারের ব্যাগ। এক হাতে মোবাইল। অন্য হাতে পার্সেল। সাইকেল চালিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছে সাত বছরের এক ‘ডেলিভারি বয়’।
একটি খাবার বিক্রি সংস্থায় কাজ করতেন ওই খুদের বাবা। কিন্তু এক দুর্ঘটনায় জখম হয়ে আপাতত ঘরবন্দি তিনি। সে কারণে বাড়িতে হাঁড়ি চড়াতে সাত বছর বয়সেই বাবার কাজ নিজের কাঁধে নিয়েছে ওই খুদে। ওই খুদে ডেলিভারি বয়ের এই গল্প প্রায় ৩০ সেকেন্ডের ভিডিয়ো আকারে তুলে ধরেছেন এক নেটাগরিক। ওই ভিডিয়োতে নেটাগরিককে তার এই ডেলিভারি বয় হওয়ার কাহিনি শুনিয়েছে বালকটি।
তবে এর জন্য কিন্তু পড়াশোনা বন্ধ করেনি খুদে। সকালে নিয়ম করে স্কুলে যায় সে। স্কুল থেকে ফেরার পর সন্ধ্যা হলেই খাবারের ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়ে সে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছে দেয় সে। তার পর বাড়ি ফেরে।
সাত বছর বয়সি ওই খুদের এই কাহিনি হৃদয় ছুঁয়েছে নেটাগরিকদের।