প্রতীকী ছবি।
বিমান রওনা হওয়ার কথা ছিল রাত ৯টা ৪৫ মিনিটে। কিন্তু খারাপ আবহাওয়া আর অতিরিক্ত ওজনের জন্য কিছুতেই উড়তে পারছিল না সেটি। অবশেষে বিমানকে ওজন কমিয়ে হালকা করতে যাত্রীদেরকেই নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এক বিমান সংস্থা।
বিমান সংস্থাটি ব্রিটেনের। নাম ইজি জেট। ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই। পশ্চিম আফ্রিকার লঞ্জারোটে দ্বীপ থেকে পশ্চিম ইংল্যান্ডের লিভারপুলে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল তাদের একটি বিমান। শেষ পর্যন্ত অতিরিক্ত ওজনের জন্য বিমানটি উড়তে না পারায় ১৯ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয় তারা।
এই বিমান থেকেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
ভাইরাল হওয়া একটি ভিডিওয় যাত্রীদের উদ্দেশে পাইলটকে এই ঘোষণা করতেও শোনা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিওয় শোনা গিয়েছে যাত্রীদের সমস্যার কথা জানিয়ে বিমান চালক বলছেন, আপনারা নিজেরাই বেছে নিন কারা এই বিমান থেকে নেমে যেতে ইচ্ছুক। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যাত্রীদের উপরেই ছেড়ে দেন বিমান কর্তৃপক্ষ। শেষে ১৯ জন যাত্রী নেমে যাওয়ার পর বিমানটি রওনা হওয়ার উপযোগী হয়। প্রায় দুঘন্টা দেরিতে রাত সাড়ে এগারোটার কিছু পরে ১৯জন যাত্রী ছাড়াই রওনা হয় বিমানটি।