প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
বেন্টিঙ্ক স্ট্রিটে দাঁড়িয়ে হাসপাতালে যাবেন বলে ট্যাক্সি খুঁজছিলেন একা প্রৌঢ়া। পরনে সাধারণ সুতির শাড়ি, পায়ে হাওয়াই চটি, হাতে প্লাস্টিক ব্যাগে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। কেউই রাজি নন বাইপাসের ধারের ওই হাসপাতালে যেতে। কোনও ট্যাক্সিচালক যেতে রাজি থাকলেও মিটারে যাবেন না। শহর কলকাতার অত্যন্ত চেনা ছবি। এ ক্ষেত্রে সমস্যার অভিঘাত বোধহয় আর একটু বেশি। মধ্যবিত্ত পরিবারের সত্তরোর্ধ ওই মহিলা লড়াই করছেন মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে। নিজের শরীর নিয়ে নাজেহাল মহিলার প্রশ্ন, “কবে থেকে মানবিকতা ভুলে গেল প্রাণের শহর?”