৮২ টেস্টে ১২ শতরান। ২৫ অর্ধশতরান। গড় ৩৮.৫। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হতশ্রী হারের পরই দল থেকে বাদ পরেন অজিঙ্ক রাহানে। দেড় বছর পর আবার সুযোগ। রঞ্জিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান (৬৩৪), আইপিএলে চেন্নাইয়ের হয়ে ব্যাটে চমক, লাল এবং সাদা বলের ক্রিকেটে নজরকাড়া পারফর্ম্যান্সের সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ‘ঘরওয়াপসি’ হয়েছে রাহানের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লন্ডনে সফররত ভারতীয় দলে রয়েছেন তিনি। কোনও অঘটন না ঘটলে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় একাদশেও থাকবেন। মুম্বই রঞ্জি না জিতলেও ব্যাটে নজর কেড়েছেন, আইপিএলে একের পর এক চোখ ধাঁধানো ইনিংস এবং শেষে জয়ী হয়ে শিরোনামে থাকা— এই পর্যন্ত ‘কামব্যাকে’র সেরা চিত্রনাট্য রচনা করে ফেলেছেন অজিঙ্ক রাহানে। এবার আরও বড় মঞ্চ। দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত। দেখা যাবে অজিঙ্ক রাহানে ২.০, অপেক্ষায় দেশ।