Emiliano Martínez

কলকাতায় মার্তিনেসকে ‘জামাই আদর’, ইলিশ, চিংড়ি, চিতলের সঙ্গে পাতে লিচু-লঙ্কার পায়েস

দিয়েগো মারাদোনাকে পাস্তা খাওয়ানো রাঁধুনিই এমিলিয়ানো মার্তিনেসকে খাওয়াবেন লিচু-লঙ্কার পায়েস।

প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৬:২০
Share:
Advertisement

কলকাতায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। রবি, সোম, মঙ্গল কলকাতায় থেকে বুধে দেশে ফিরে যাবেন লিয়োনেল মেসির সতীর্থ। এখানে একাধিক কর্মসূচি রয়েছে ‘গোল্ডেন গ্লাভস’ জয়ী গোলরক্ষকের। তার মাঝেই তাঁকে বাঙালি খাবার রেঁধে খাওয়ানোর সুযোগ পেয়ে গেলেন রাঁধুনি রঞ্জন বিশ্বাস। ২০১০ সালে দিয়েগো মারাদোনা যখন কলকাতায়, তখন তাঁকে পাস্তা বানিয়ে খাইয়েছিলেন তিনি। এ বার আরও এক বিশ্বজয়ীকে রেঁধে খাওয়ানোর সুযোগ তাঁর কাছে। আর্জেন্টিনীয় মহাতারকার জন্য থাকছে বাঙালির প্রিয় ইলিশ, চিংড়ি, চিতল। আর শেষপাতে মার্তিনেস খাবেন লিচু-লঙ্কার পায়েস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement