স্বামী এবং স্ত্রী একই দলের প্রতীকে একই পঞ্চায়েত আসনে মনোনয়ন জমা করেছিলেন। অবশেষে তৃণমূলের নির্দেশ মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন স্ত্রী। ঘটনাচক্রে, তিনি বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার।
মালদহ জেলা পরিষদের ৪৩ নম্বর আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন চন্দনা। দলের নির্দেশে তাঁর স্বামী, তথা তৃণমূল কংগ্রেস নেতা পরিতোষ সরকারও মনোনয়ন জমা দিয়েছিলেন। এ নিয়ে বিপাকে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব। শেষমেশ রাজ্য নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন চন্দনা। এ প্রসঙ্গে বিধায়কের স্বামী পরিতোষ বলেন, ‘‘এর আগে আমি কখনও ভোটে দাঁড়াইনি। আমার স্ত্রী ভোটে দাঁড়াতেন। এ বছর দল আমাকে টিকিট দিয়েছে।’’