পর্যটকদের মুখে চেনা হাসি। দীর্ঘ দিন ধরে ভূ-স্বর্গের ভয়ঙ্কর চেহারা দেখেছেন স্থানীয়েরা। প্রায় ভুলেও গিয়েছিলেন। পহেলগাঁও এক মুহূর্তে সব ওলটপালট করে দেয়। মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৬২ শতাংশ বুকিং বাতিল হয়েছে কাশ্মীরে। পরিস্থিতি সামাল দিতে পর্যটকদের নিরাপত্তার জন্য ডোডা জেলা প্রশাসন অতিরিক্ত সেনা মোতায়েন করে। বিভিন্ন সংবেদনশীল এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ ইউনিট এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। নতুন করে বেশ কিছু চেক পোস্টও বসানো হয়।