বাংলাদেশ কি ‘সেকেন্ড রিপাবলিক’ হবে? নাহিদ ইসলামরা তো সেরকমই স্বপ্ন দেখছেন। বলছেন, রাজনৈতিক ব্যবস্থা বদলাবে গণতান্ত্রিক উপায়ে। জাতীয় নির্বাচনে লড়বে এনসিপি। অতীতে ভোটে লড়ার কোনও অভিজ্ঞতা নেই নাহিদদের। তাই জোর দিচ্ছেন সংগঠন এবং দলীয় অনুশাসনে। খাতায় কলমে না হলেও দলের স্লোগান এক রকম ঠিক হয়ে গিয়েছে।
ইনকিলাব জ়িন্দাবাদ। স্বাধীনতা সংগ্রামী, কংগ্রেস নেতা হাসরত মোহানির এই শব্দবন্ধই পরে বিপ্লবী ভগৎ সিংহ এবং হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকানদের মুখে মুখে ফেরে। ভারতের কমিউনিস্টরা এই স্লোগানকেই তাঁদের হাতিয়ার করেন। এ’বার সেই স্লোগানেই ভরসা রাখছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।