এ বছরের মার্চ মাসে, লাদাখে টানা ২১ দিন অনশন করেছিলেন বাস্তবের ‘র্যাঞ্চো’ সোনম ওয়াংচুক। এ বারে দিল্লি। ইতিমধ্যেই ১৫ দিনে পড়েছে সোনম ও তাঁর সঙ্গীদের অনশন। ৩২ দিন পায়ে হেঁটে লেহ থেকে দিল্লিতে পৌঁছেছিলেন সোনমেরা। কেন ফের অনশনে বসলেন ভারতের অন্যতম জনপ্রিয় উদ্ভাবক ও প্রযুক্তিবিদ? কেন লাদাখিদের এই আন্দোলন?