সরকারি হিসাবে, এখনও পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে অসমে। মারা গিয়েছে কাজিরাঙা অভয়ারণ্যের ১০টি গন্ডার-সহ ২০০টি বন্যপ্রাণী। কিন্তু কেন প্রতি বছরই বন্যার ভাসে অসম?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ১৮:০৬
Share:
Advertisement
নদীনালায় ভরা দেশে এমনিতেই বন্যার প্রবণতা বেশি। সাম্প্রতিক সময়ে কি বন্যার ঘনঘটা বেড়েছে অসমে? বেড়েছে দুর্যোগের ভয়াবহতাও? কেন ফি বছর নিয়ম করে ভাসছে অসম? প্রকৃতি, জলবায়ু পরিবর্তন, না মানুষের হাত — অসমের বন্যাদুর্গতির কারণ কী?