নেটফ্লিক্সের নতুন সিরিজ অ্যাডোলেসেন্স। যার পরতে পরতে প্রশ্ন। কীভাবে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। কী ভাবছে? কেন ভাবছে? সমাজমাধ্যমের কোন বিষয় তাদের প্রভাবিত করছে। চেনা পরিবেশেও কোনও অচেনা ব্যবহারের সম্মুখীন হচ্ছে না তো? একই বাড়িতে থেকেও কি অভিভাবকেরা সন্তানদের পুরোপুরি চেনেন? নতুন সিরিজ মুক্তি পাওয়ার পরেই প্রশ্নগুলো দাবানলের মত ছড়িয়ে পড়েছে।