প্রকাশিত হয়েছে বিশ্ব ক্ষুধা সূচকের ২০২৪ সালের তালিকা। তাতে দেখা যাচ্ছে, বিশ্বের ১২৭টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৫ নম্বরে। এই রিপোর্ট, যা অনুসারে ভারতের নম্বর জুটেছে ২৭.৩, বস্তুত তৈরি করা হয় চারটি সূচকের ভিত্তিতে— কত শতাংশ মানুষের পর্যাপ্ত ক্যালোরি জোটে না; জন্ম থেকে পাঁচ বছরের মধ্যে শিশুমৃত্যুর হার; কত শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম; আর কত শতাংশ শিশুর ওজন উচ্চতার তুলনায় কম। রিপোর্টে ভারতকে ‘সিরিয়াস ক্যাটাগরি’ বা গুরুতর শ্রেণিতে ফেলা হয়েছে। ভারতের চেয়ে অনেক ভাল অবস্থায় রয়েছে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশ।