রাজ্য সরকারের ছাপযুক্ত হলুদ রঙের খাম পৌঁছেছে নিউ টাউনে। তাতে সাদার উপর কালো ছাপার হরফে দিলীপের নাম এবং ঠিকানা লেখা। দিলীপের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতি তো বটেই, সর্বত্র আলোড়ন পড়ে গিয়েছে। তাঁর সঙ্গে মমতার রাজনৈতিক মতবিরোধ প্রবল। তৎসত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা।