West Bengal Assembly By Election 2024
সকাল থেকে লম্বা লাইন, সংখ্যায় পুরুষদের টেক্কা মহিলাদের, হাড়োয়ার বুথে-বুথে শান্তিতে ভোট
উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভায় চলছে উপভোট। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। অন্তত সকালের হিসাবে, সংখ্যার নিরিখে পুরুষদের ছাপিয়ে গিয়েছেন মহিলারা।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাড়োয়া
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৯:০৭
হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল সদ্য প্রয়াত হয়েছেন। তিনি গত লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন। জয়ের কয়েক মাস পরেই প্রয়াত হন নুরুল। সেই কারণেই উপনির্বাচন চলছে হাড়োয়ায়। এই কেন্দ্র তৃণমূলের শক্তঘাঁটি বলেই পরিচিত। আরজি কর আবহে সেই হাওয়া কি অন্য দিকে ঘোরাতে পারবে বিরোধীরা? সাধারণ মানুষের ভোটদানে উৎসাহ কিন্তু সকাল থেকেই চোখে পড়েছে। সংখ্যার নিরিখে পুরুষদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন মহিলারা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)