Richest CM of India

দেশের সব থেকে ‘গরিব’ মুখ্যমন্ত্রী মমতা, ধনীদের তালিকায় শীর্ষে জগমোহন

দেশের সব থেকে শিক্ষিত মুখ্যমন্ত্রী অসমের হিমন্ত বিশ্বশর্মা।

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২০:৩৪
Share:
Advertisement

আপনি কি জানেন দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে? বলতে পারবেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম? নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির মূল্য ৩৭০ কোটি টাকা। ভারতের সবচেয়ে ‘গরিব’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পত্তির মূল্য ১৫ লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৬ লক্ষ টাকা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তির পরিমাণও এক কোটি টাকার নীচে (৭৩ লক্ষ)। অন্যদিকে দেশের সব থেকে শিক্ষিত মুখ্যমন্ত্রী অসমের হিমন্ত বিশ্বশর্মা। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, আট রাজ্যের মুখ্যমন্ত্রীর রয়েছে লাইসেন্স করা বন্দুক। জানলে অবাক হতে পারেন, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের (সিকিম) ৩ জন স্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement