প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
উচ্চ মাধ্যমিক-সহ তিনটি বোর্ডেই দ্বাদশ শ্রেণির ফল বেরিয়ে গিয়েছে। এ বারে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ বছর কী কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা? চার বছরের স্নাতক পাঠক্রমও কী এই শিক্ষাবর্ষ থেকেই চালু হবে? রাজ্যের শিক্ষামন্ত্রী জানাচ্ছেন, পড়ুয়াদের প্রতি দায়বদ্ধ সরকার। এই দুই নতুন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো দরকার। এ ব্যাপারে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রীর বক্তব্য, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এই দু’বিষয়েই আলোচনার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই এ ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবে উচ্চশিক্ষা দফতর।