রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তার মধ্যেই গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের সামন্ত পাড়া-সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সঙ্কট। কোনও জায়গায় জলস্তর নেমে যাওয়ায় পানীয় জল অমিল, কোথাও আবার দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে জলের কল। বার বার প্রশাসনকে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি। রামকরচর গ্রাম পঞ্চায়েতের খাসরামকর ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর বুথের বাসিন্দাদের দাবি, দীর্ঘ দেড় থেকে দু’বছর পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি। গ্রামবাসীদের এক-দুই কিলোমিটার দূরে জল আনতে যেতে হয়। পুকুরের অস্বাস্থ্যকর জল পান করে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ।