Earthquake in Turkey and Syria
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াতে পারে ৫০ হাজার, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের
শেষ খবর পাওয়া পর্যন্ত, তুরস্ক ও সিরিয়া মিলে প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভূমিকম্পে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৯
এখনও পর্যন্ত প্রায় ৩৪ হাজার মৃত। দেশবিদেশের প্রায় ৪০ হাজার উদ্ধারকর্মী দিনরাত তুরস্কে ধ্বংসস্তূপ হাতড়াচ্ছেন আটকে থাকা জীবিত ব্যক্তিদের সন্ধানে। শুধু সিরিয়াতেই গৃহহীন প্রায় ৫৩ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে আরও আশঙ্কার কথা জানাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের আপৎকালীন ত্রাণকার্য পরিচালনার দায়িত্বে থাকা মার্টিন গ্রিফিথস। গ্রিফিথসের কথায়, তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াতে পারে ৫০ হাজার।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)