West Bengal Panchayat Election 2023

সামনেই পঞ্চায়েত ভোট, জয়নগরে শুরু হল প্রচার, দেওয়াল লিখন

দক্ষিন চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে দেওয়াল রং করার পাশাপাশি দলীয় প্রতীক ও নানান সামাজিক প্রকল্পের প্রচার শুরু করেছে তৄণমুল কংগ্রেস৷

নিজস্ব সংবাদদাতা
জয়নগর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১৪:২৯
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও শুরু হয়ে গেল দেওয়াল লিখন। দক্ষিন চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে দেওয়াল রং করার পাশাপাশি দলীয় প্রতীক ও নানান সামাজিক প্রকল্পের প্রচার শুরু করেছে তৄণমুল কংগ্রেস৷ বিষয়টিকে অবশ্য কটাক্ষ করেছেন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ জোর করে দেওয়াল দখল করা হচ্ছে৷ জয়নগরের তৄণমুল কর্মী গৌতম ব্যানার্জী বলেন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেওয়াই তাঁদের উদ্দেশ্য। দলীয় কর্মীরা দেওয়াল লিখনের মাধ্যমে সেই বার্তাই দিচ্ছেন বলে জানান তিনি৷ জয়নগর ব্লক তৄণমুল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাসের বক্তব্য আপাতত দেওয়ালগুলিকে সাদা রং করার কাজ শুরু হয়েছে৷ এদিকে সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব প্রামাণিকের অভিযোগ, ‘তৃণমুল দখল করার রাজনীতিতে বিশ্বাসী। বুথ থেকে ভোট সবই তারা দখল করে৷ এবার দেওয়াল দখলও শুরু করেছে৷’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement