আফগানিস্তানের তালিবান সরকার মেয়েদের বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করল। গত সপ্তাহে বেসরকারি সংস্থায় মহিলাদের কাজ করা নিয়ে, তার আগে মহিলা মানবাধিকার কর্মীদের কাজে, পার্ক ও জিমে প্রবেশের ক্ষেত্রে, এমন কি, রাস্তাঘাটে মেয়েদের চলাফেরার বিষয়েও ফতোয়া জারি করেছিল তালিবান সরকার। কেয়ার ইন্টারন্যাশানাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন-এর মতো সংস্থাগুলি মহিলাদের ছাড়া কাজ করবে না বলে জানিয়েছে। আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি মেয়েদের ওপর একের পর এক এই নিষেধাজ্ঞার জেরে অচলাবস্থার সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।