আফগানিস্তানে মহিলাদের গর্ভনিরোধকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল তালিবান সরকার। একের পর এক তালিবানি শাসনের কোপের তালিকায় যুক্ত হল এই নতুন নিয়ম। গর্ভনিরোধক আসলে ‘পশ্চিমী ষড়যন্ত্র’ বলে দাবি করেন তালিবানরা। মুসলমান জনসংখ্যা কমাতে এই গর্ভনিরোধকের ব্যবহার করা হচ্ছে, এমনই ধারণা তাদের। ইতিমধ্যে কাবুল এবং মাজার-ই-শরিফের ওষুধের দোকানগুলি থেকে গর্ভনিরোধক বড়ি, নিরোধ, ইঞ্জেকশন ইত্যাদি সরিয়ে ফেলা হয়েছে। আর যাতে কোনও গর্ভনিরোধক না আনা হয়, তার জন্য দোকানদারদের কাছে বার্তা পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে।