Kuntal Ghosh

কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনে আরও এক টলি অভিনেত্রীর নাম?

ইডির নিশানায় বনি সেনগুপ্ত। কৌশানি ও প্রিয়াঙ্কা সরকারের পর এ বারে নেটপাড়ায় গুঞ্জন আর এক অভিনেত্রীকে নিয়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ২১:১৩
Share:
Advertisement

কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন কাণ্ডে জড়িয়ে টলিপাড়ার আরও এক অভিনেত্রী? সম্প্রতি বেআইনি আর্থিক লেনদেনের কারণে ইডির নিশানায় বনি সেনগুপ্ত। সেই সূত্রেই উঠে আসে কৌশানি ও প্রিয়াঙ্কা সরকারের নাম। তালিকায় কি এখন এনা সাহা?

টলিউডে কুন্তলের একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এই প্রযোজনা সংস্থার ব্যানারে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়ো অ্যালবাম রিলিজ করেছে। সূত্রের খবর, এর মধ্যে একটিতে কাজ করেছেন এনা সাহা।

Advertisement

এনা ও কুন্তল ঘোষের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে ইডির তরফে কোনও পদক্ষেপ না হলেও উত্তাল নেটপাড়া। সমাজমাধ্যম জুড়ে এই বিষয় নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিনেত্রী যাবতীয় অভিযোগ নাকচ করে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement