প্রতিবেদন: তীর্থঙ্কর
‘রোবট নার্স’ কাজ শুরু করল মধ্যমগ্রামের এক়টি বেসরকারি হাসপাতালে। দৈনন্দিন জীবনের পরতে পরতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাঁকিয়ে বসছে, তখনই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তার ব্যবহার দেখালেন কলকাতার একটি বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে, রোগীকে ওষুধ দেওয়া, এই সবই দায়িত্ব সহকারে করতে সক্ষম এই রোবট, দাবি এই পড়ুয়াদের।