প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
রাজ্যে আবহাওয়ার কোনও পরিবর্তন নেই। তাপমাত্রা একই থকাবে, পরিবর্তন হবে না ঝড়ঝঞ্ঝা পরিস্থিতিরও। আজ, আগামীকাল এবং পরশু, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই দমকা হাওয়ার সঙ্গে ঝড়বৃষ্টি চলবে। বীরভূমের জন্য রয়েছে বাড়তি সতর্কতা। হতে পারে শিলাবৃষ্টিও। কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও আদ্রতাজনিত অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই পাওয়ার কোনও রকম কোনও সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ৫ দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই।