প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: সুবর্ণা
শনিবার সকাল ৮টার আগেই বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এলাকা পরিদর্শন করে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। আশ্বাস দেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে। অশ্বিনী বলেন, “একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে রেল। রেলওয়ে সেফটি কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) স্বতন্ত্র ভাবে তদন্ত করবেন।’’ তবে, আপাতত তিনি উদ্ধারকাজের উপর জোর দেওয়ার কথা বলেছেন। রেলের হিসেব অনুযায়ী, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ২৬১, আহত ৬৫০ জনেরও বেশি। উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।