bandh

খুনের প্রতিবাদে ব্যারাকপুরে ২৪ ঘণ্টার বন্‌ধ

শনিবার সকাল থেকেই বন্ধ ব্যারাকপুরের গয়নার দোকানগুলি। অন্যান্য দোকান খোলা থাকলেও বাজারে ভিড় কম। যানবাহন চলাচলও কম।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৯:১৪
Share:
Advertisement

ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি এবং খুনের ঘটনার প্রতিবাদে শনিবার এলাকায় ২৪ ঘণ্টার বন্‌ধ। বন্‌ধের ডাক দিয়েছে ব্যারাকপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতি। শনিবার স্বর্ণ ব্যবসায়ীরা মিছিল করেন। স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সুরক্ষার দাবিতে তাঁরা স্মারকলিপি জমা দেন ব্যারাকপুর কমিশনারেটে।

শনিবার সকাল থেকেই বন্ধ ব্যারাকপুরের গয়নার দোকানগুলি। অন্যান্য দোকান খোলা থাকলেও বাজারে ভিড় কম। যানবাহন চলাচলও কম। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, নীলাদ্রি সিংহের হত্যার প্রতিবাদে তাঁদের ডাকা এই বন্ধে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার ব্যারাকপুর স্টেশন থেকে স্বর্ণ ব্যবসায়ীরা একটি প্রতিবাদ মিছিল করেন। সেই মিছিল পৌঁছয় ব্যারাকপুর কমিশনারেট পর্যন্ত। এর পর তাঁরা নিজেদের নিরাপত্তার দাবিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে স্মারকলিপি জমা দেন। মিছিলটি ব্যারাকপুর চিড়িয়া মোড় পেরোনোর পরেই অবশ্য স্বর্ণ ব্যবসায়ীদের আটকে দেয় পুলিশ। এর পর স্বর্ণ ব্যবসায়ীদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনারেটে পৌঁছয় স্মারকলিপি দিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement