প্রতিবেদন: প্রিয়ঙ্কর
ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সায়নী ঘোষ জানালেন, ইডির সঙ্গে ১০০ শতাংশ সহযোগিতা করেছেন। তিনি বলেন, “আমাকে যদি একশোবার তলব করা হয়, আমি একশোবারই আসব। আজ ওঁরা কিছু নথি নিয়ে আসতে বলেছিলেন। আমি সে সব জমা দিয়েছি। আরও কিছু নথি চাওয়া হয়েছে।”
ইডি সূত্রে খবর, তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে বলে। সায়নীকে আয়কর জমা দেওয়ার ফাইল এবং সম্পত্তির হিসাব নিয়ে আসতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে।