পরনে লাল পাড়, সাদা শাড়ি। কপালে টিকলি। নাকে নথ। গলায় রুদ্রাক্ষ। এলোকেশী কালো মেয়ের মুখে এক গাল হাসি। ইনিই সুকিয়া স্ট্রিটের ‘শ্যামসুন্দরী’। উগ্র, ভয়াল, করাল রূপ নয়, কালী এখানে ছোট্ট মেয়ে। শিয়ালদহের কাছে হরিনাথ দে রোডের একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছেন ‘শ্যামসুন্দরী’।