তারাপীঠের রথযাত্রা একেবারে আলাদা। এখানে জগন্নাথ-বলরাম-সুভদ্রার পরিবর্তে রথে সওয়ারি হন তারা। ঠিক কবে থেকে এ নিয়ম চলে আসছে জানা যায় না। তবে প্রতি বারের মতো এ বছরও মধ্যাহ্ন ভোগের পর বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে নিয়ে এসে রথে চাপানো হয়। বছরের এই একটি দিনে, রথযাত্রার তিথিতে তারাপীঠ মন্দির এলাকায পরিক্রমা করে তারার বিগ্রহ। রাজ্যের নানান প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় সামাল দিতে তারাপীঠ থানার পুলিশের পাশাপাশি মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তা রক্ষীদেরও মোতায়েন করা হয়েছে।