বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের ৫০ বছর। চলতি বছরের থিম ‘প্লাস্টিক দূষণে প্রতিরোধ’। ১৯৭৩ সালের ৫ জুন, সুইডেনের স্টকহোম সম্মেলন থেকেই সর্বপ্রথম পরিবেশ দিবস উদযাপন শুরু হয়। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের বার্তা, ‘গাছই পৃথিবীর পূর্বপুরুষ। গাছ বাঁচান এবং নব প্রজন্মের জন্য আরও আরও বৃক্ষরোপন করুন। বৃক্ষরোপন করেই একমাত্র পৃথিবীকে দূষণমুক্ত করা সম্ভব। প্রকৃতি ভীষণ সুন্দর। জল, বায়ু, পরিবেশকে ধ্বংস করে এই সৌন্দর্য নষ্ট করবেন না।’