প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: শুভাশিস
জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করেছিল রাজ্য। কমিটি তৈরি করে নিজস্ব নীতি তৈরির কথাও বলা হয়েছিল। যদিও এখনও সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তার আগেই জাতীয় শিক্ষানীতি অনুসারী স্নাতক স্তরের ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার নির্দেশ দিল শিক্ষা দফতর। তবে এই শিক্ষাবর্ষ থেকেই ৪ বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শিক্ষামন্ত্রী এ বিষয়ে বলেন, “এখনও ঠিক হয়নি।”