প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
সকালবেলা থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিড় করেছিলেন আইএসএফের কর্মী-সমর্থকেরা। আশা ছিল শুক্রবারই তাঁদের প্রিয় ‘ভাইজান’ ছাড়া পাবেন জেল থেকে। পরিকল্পনা ছিল তাঁকে নিয়ে মিছিল করার। তবে এ দিন মুক্তি পেলেন না ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মী-সমর্থকেরা। গ্রেফতার হন নওশাদ-সহ অনেক আইএসএফ নেতা-কর্মী। ঘটনার ৪০ দিনের মাথায়, গত বৃহস্পতিবার হাই কোর্ট নওশাদদের জামিন মঞ্জুর করে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বক্তব্য, জেল লক-আপ বন্ধ হওয়ার আগে রিলিজ় অর্ডার-সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় শুক্রবারও নওশাদকে জেলেই কাটাতে হবে। শনিবার তাঁর মুক্তির সম্ভাবনা রয়েছে।