Fatafati

‘ফাটাফাটি’ ছবির কোন দৃশ্য দেখে ‘পয়সা উসুল’ মনামীর?

মনামী ঘোষ, শোলাঙ্কি রায় ‘ফাটাফাটি’ ছবির মার্কশিটে কত নম্বর দিলেন? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন। ছবির প্রিয় সংলাপ আওড়ালেন মনামী।

প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: ঋতুরাজ ও শুভদীপ, সম্পাদনা: ঋতুরাজ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ২০:৪১
Share:
Advertisement

‘ফাটাফাটি’ ছবি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সিনেমহলে। সাধারণ মানুষ থেকে রূপালি দুনিয়ার বাসিন্দা, প্রায় প্রত্যেকেই মনে করছেন মানুষ একাত্ম হতে পারবেন এই ছবির সঙ্গে। মধ্যবিত্ত পরিবারের সমীকরণ নিয়ে এই ছবি। শারীরিক গঠন নিয়ে সমাজের কটাক্ষ এবং তা পিছনে ফেলে ‘ফুল্লরা’-র এগিয়ে যাওয়ার সফর তুলে ধরা হয়েছে এই ছবিতে। “শিবুদা’দের ছবি নিয়ে আমার আশা সব সময়ই একটু বেশি থাকে”, জানালেন মনামী। ছবির ছোটখাট অনুভূতিগুলি মন ছুঁয়ে গিয়েছে সোলাঙ্কির, জানালেন অভিনেত্রী। আবীর-ঋতাভরীর জুটি নিয়ে নিজের মতামতও জানালেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement