৪ দিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সোমবার থেকে শুরু হল সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি। সেই পরিষেবা প্রদানের মঞ্চ থেকেই নাম না করে মমতা বিঁধলেন দলের প্রাক্তন সেনানীকে। নন্দীগ্রামের ঘটনা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৪ মার্চ গুলি চলার পর একমাত্র আমিই এসেছিলাম। গদ্দাররা মাঠে ছিল না, লুকিয়ে ছিল।” তিনি এও বলেন, চণ্ডীপুরে তাঁর গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হয়। তাঁর দাবি, নন্দীগ্রাম আসার পথে কোলাঘাটে তাঁর গাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোড়ে ‘সিপিএমের হার্মাদ বাহিনী’। একই সঙ্গে এই মঞ্চ থেকেই ৬ এপ্রিল হনুমান জয়ন্তী নিয়ে প্রশাসনকে আগাম সতর্কও করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাম নবমীর মিছিল ৫ দিন আগে থেকে কেন হবে? বোমা, বন্দুক নিয়ে মিছিল করছে। ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু এলাকা দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছে। রমজান মাসে ওদের ফলের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রশাসনকে সতর্ক করছি, ৬ তারিখ বজরংবলীর জন্মজয়ন্তী নিয়ে হিংসার পরিকল্পনা করা হচ্ছে।” সংখ্যালঘুরা যেন সুবিচার পায়, আগাম সতর্কবাণী দিয়ে এ দিন সেই দায়িত্ব সংখ্যাগুরুর উপরেই ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।