পরিচালক অনুরাগ কাশ্যপ ও সহ অভিনেতা রাহুল ভাটের সঙ্গে কানের গালিচায় হাঁটলেন সানি লিওনি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৬:৩৩
Share:
Advertisement
অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবি প্রদর্শিত হল কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই উপলক্ষে কানে অভিষেক হল সানি লিওনির। প্রথমবার কানে গিয়েই দর্শকের অভিবাদন পেলেন সানি। ‘কেনেডি’ ছবি প্রদর্শনের পরে সাত মিনিট দাঁড়িয়ে করতালি দিলেন কানের দর্শক।