প্রতিবেদন- শ্রাবস্তী ঘোষ, চিত্রগ্রহণ ও সম্পাদনা- সুব্রত।
দীর্ঘ ১১ বছরের ‘কার্টুন মামলা’ থেকে অম্বিকেশ মহাপাত্রকে অব্যাহতি দিল জেলা আদালত। রায় বেরনোর পর আনন্দবাজার অনলাইনের মুখোমুখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক, ফিরে দেখলেন গত ১১ বছর। সেই সময় যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের অনেকেই আজ আর নেই। মারা গেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত, বিতর্কিত ব্যঙ্গচিত্রটির স্রষ্টা সুব্রত সেনগুপ্তও। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি ব্যঙ্গচিত্রটি শেয়ার করা নিয়ে কোনও অনুশোচনা নেই তাঁর। জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের বাতিল করা তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারায় মামলা করার জন্য সরকারের অনুশোচনা হওয়া উচিৎ ছিল। জেলা আদালতের এই রায়কে অম্বিকেশ ‘গণতন্ত্রকামী মানুষের জয়’ বলেই দেখছেন।